Search
Close this search box.

ফ্রান্স-পোল্যান্ড ও ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ আজ

দক্ষিণ কোরিয়াকে আজ হারালেই কোয়ার্টার ফাইনালে উঠবে নেইমারদের ব্রাজিল

স্পোর্টস ডেস্ক – নকআউট পর্ব শুরু হয়ে গেছে। এখন প্রতিটি দলেরই ‘ডু অর ডাই’ ম্যাচ। যে দল হারবে, তাদেরই বিদায় ঘন্টা বাজবে। যে দল জিতবে, তারা কোয়ার্টার ফাইনালে উঠবে। আজ যেমন আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় ফ্রান্স ও পোল্যান্ড ও আল বায়েত স্টেডিয়ামে রাত ১ টায় ইংল্যান্ড ও সেনেগাল লড়াইয়ে যে দুটি দল জিতবে, তারা কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। হারা দলগুলোর বিদায় ঘন্টা বাজবে।

যে দুটি ম্যাচ হবে আজ, চার দলের মধ্যে ফ্রান্স ও ইংল্যান্ডই ফেভারিট তালিকায় আছে। গ্রুপ পর্বে ফ্রান্স যদিও শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে ০-১ গোলে হেরেছে, তবুও বর্তমান বিশ^চ্যাম্পিয়ন ফ্রান্সকেই এগিয়ে রাখতে হচ্ছে। তারা অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে ও ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলতে খেলা নিশ্চিত করেছে।

ফ্রান্সের প্রতিপক্ষ দলটি হচ্ছে পোল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বোঝা গেছে পোল্যান্ড যে খুব শক্তিশালী দল নয়। আর্জেন্টিনার কাছে ০-২ গোলে হেরেছে পোল্যান্ড। এরআগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে। সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ ষোলতে খেলছে পোল্যান্ড। মেক্সিকোর চেয়ে ১ গোলে এগিয়ে থেকে সমান পয়েন্ট নিয়েও নকআউটে খেলছে পোল্যান্ড।

এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে তিনটি দল। এরমধ্যে ইংল্যান্ড একটি। তাতেই বোঝা যাচ্ছে, ইংল্যান্ড কতটা শক্তিশালী দল। গ্রুপ পর্বে ইরানকে ৬-২ গোলে হারানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। এরপর ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলতে খেলা নিশ্চিত করে নেয় ইংল্যান্ড। আজ তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ।

সেনেগালও আসলে কম দাপট দেখিয়ে নকআউট পর্বে ওঠেনি। শক্তি দেখিয়েই উঠেছে। আফ্রিকা অঞ্চলের এ দলটি গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে ০-২ গোলে হারলেও স্বাগতিক কাতারকে ৩-১ গোলে ও ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে খেলা নিশ্চিত করে নিয়েছে। এখন তারা ২০০২ সালের পর আবার কোয়ার্টার ফাইনালে খেলার আশা করছে। খেলা এশিয়ার মাটিতে বলেই সেই আশা করছে। এরআগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় হওয়া বিশ^কাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে। এবারও আশা করচে। এজন্য ইংল্যান্ডকে আজ হারাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ