মিথুন আশরাফ – গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঝলকে টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ ড্র হয়। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল হয়নি। ড্র থাকে খেলা। এরপর খেলার টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-১ গোলে জাপানকে হারায় ক্রোয়েশিয়া। গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ জাপান ফুটবলারদের ৩ টি শট রুখে দেন। তাতেই ক্রোয়েশিয়া জয় পায়। বিদায় নেয় জাপান।
খেলার ৪৩ মিনিটে জাপান ১ গোল করে। মেয়ডা গোল করে জাপানকে এগিয়ে দেন (১-০)। এরপর ৫৫ মিনিটে গিয়ে পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান (১-১)। খেলার নির্ধারিত ৯০ মিনিটে আর কোন গোল হয় না। অতিরিক্ত মিনিটে খেলা গড়ায়। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল হয়নি। শেষে টাইব্রেকারে খেলা গড়ায়। এবার বিশ্বকাপে প্রথম টাইব্রেকার হয়।
জাপানের ফুটবলারদের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। আর ক্রোয়েশিয়া ফুটবলাররা প্রথম দুই শটে গোল করেন। ২-০ হয়। পরের শটে গোল পায় জাপান। তবে ক্রোয়েশিয়া গোল পায়নি। ২-১ হয়। চার নম্বর শটও মিস করে জাপান। গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ রুখে দ্বন। এবার ক্রোয়েশিয়া গোল পায়। ৩-১ হয়। তাতে করে আর শেষ শট নেয়ার প্রয়োজন পড়েনি। জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। আনন্দে মাতেন ক্রোয়েশিয়া ফুটবলাররা। দারুন খেলেও হেরে বিদায় নেয়ায় জাপান ফুটবলাররা কান্নায় ভাসে।