মিথুন আশরাফ – বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টায় প্রথম টেস্ট শুরু হবে। একযুগ পর আবার দুই দল চট্টগ্রামে খেলতে নামছে। এরপর ২২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
প্রথম টেস্ট শুরুর আগে সবার মধ্যে একটি বিষয় নিয়েই শুধু আলোচনা। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান কি খেলবেন? প্রথম টেস্টের আগে হাসপাতালে যেতে হয়েছে সাকিবকে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পিঠে বল লাগায় ব্যথা পুরোপুরি সারেনি। আর তাই এক্স-রেতে কোনো সমস্যা ধরা না পড়লেও পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই মঙ্গলবার হাসপাতাল যেতে হয়েছে সাকিবকে। আর তাই সাকিব প্রথম টেস্টে খেলবেন কিনা, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ম্যাচটিতে পেসার তাসকিন আহমেদেরও খেলার সম্ভাবনা নেই বলা চলে। পিঠের চোট থেকে ফিরে এসে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তৃতীয়টিতে খেলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেদিন ৯ ওভার বল করে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৮৯। তাসকিনের গতিও ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটারের ঘরে। বোঝা যাচ্ছিল, চোট থেকে ফেরা তাসকিন সেরা ছন্দে নেই। তাই খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
চট্টগ্রামে প্রথম টেস্টের আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিবের। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই হাসপাতাল যান সাকিব। প্রথম টেস্টের আগে সোমবার অনুশীলন করেননি সাকিব। কিভাবে করবেন, ব্যথা যে অনুভুত হচ্ছে। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন সাকিব। কিন্তু অনুশীলন করেননি। ৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও অনুশীলন করেননি। মঙ্গলবার সবার আগে মাঠে আসলেও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীও।
তবে শেষপর্যন্ত হাসপাতাল থেকে এসে বুধবার অনুশীলন করেন সাকিব। আর তাই প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়েও আশাবাদি হয়ে ওঠেন কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেছেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। বিকেলের দিকে আমরা সিদ্ধান্ত নিব। আশা করছি সে ঠিক আছে। সে এখনো বাহু ও পাঁজরের সমস্যায় ভুগছে। আশা করছি ব্যাটিংয়ে কয়েকটি বল হিট করলে সব ঠিক হয়ে যাবে।’ সাকিব ঠিক হলেই হয়। না হলে যে প্রথম টেস্ট খেলা হবে না।
ভারতের বিপক্ষে টেস্টে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। দুই দল সবশেষ ২০১৯ সালের নভেম্বরে লড়াই করে। ইডেন গার্ডেন্সের সেই গোলাপী বলের ম্যাচটিতে ইনিংস ও ৪৬ রানে হারে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে দুই দল সবশেষ ২০১৫ সালে লড়াই করে। ফতুল্লায় হওয়া সেই ম্যাচটি ড্র হয়। দুই দল ৭ বছর পর আবার টেস্ট খেলতে নামছে। এরআগে ১১ টেস্টের মধ্যে দুটি টেস্ট ড্র হয়। ৯টি টেস্টই হারে বাংলাদেশ। চট্টগ্রামে দুই দল ২০১০ সালের পর আবার খেলতে নামছে। এক যুগ পর দুই দল আবার চট্টগ্রামে খেলতে নামছে আজ।