Search
Close this search box.

পাঁচ মাস পর তামিমের হাফসেঞ্চুরি

পাঁচ মাস পর তামিমের হাফসেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার – পাঁচ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। তাতে করে তামিমের দল খুলনা টাইগার্সও ৯ উইকেটে বড় ব্যবধানে জয় পেয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রংপুর ব্যাটিং করে ২০ ওভারে ১২৯ রান করে অলআউট হয়। মেহেদি হাসান সর্বোচ্চ ৩৮ রান করতে পারেন। ওয়াহাব রিয়াজ ৪টি উইকেট নেন। জবাব দিতে নেমে তামিমের হাফসেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ৩৮ রানে ১৮.২ ওভারেই জয় তুলে নেয়। ১ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিতে যায়। তামিম ও জয় মিলে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে জয় দলকে সহজেই জেতান।

গত বছর আগষ্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫০ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এরপর আর হাফসেঞ্চুরি করতে পারেননি। মাঝখানে অবশ্য ৮ ম্যাচের বেশি খেলেনওনি। এবার বিপিএলে চতুর্থ ম্যাচে এসে হাফসেঞ্চুরি করেছেন তামিম।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ