Search
Close this search box.

ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৬ রানের টার্গেট দিল সিলেট স্ট্রাইকার্স

ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৬ রানের টার্গেট দিল সিলেট স্ট্রাইকার্স

মিথুন আশরাফ – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল চলছে। মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় ম্যাচটি শুরু হয়েছে। নবম আসরের শিরোপা কে জিতবে? ম্যাচটি শেষ হতেই সেই ফয়সালাও হয়ে যাবে। ম্যাচটিতে টস জিতে কুমিল্লা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আগে ব্যাট করে সিলেট। মুশফিকুর রহিমের ৪৮ বলে করা অপরাজিত ৭৪ ও ওপেনার নাজমুল হোসেন শান্তর করা ৬৪ রানে ৭ উইকেটে ১৭৫ রান করে সিলেট। কুমিল্লার সামনে জিততে ১৭৬ রানের টার্গেট দেয় সিলেট।

কুমিল্লা যদি শিরোপা জিতে, তাহলে চতুর্থ শিরোপা জয় করবে। আর সিলেট জিতলে প্রথমবার শিরোপা জিতবে। কুমিল্লা যদি এবার শিরোপা জিতে, তাহলে অধিনায়ক হিসেবে ইমরুল তৃতীয়বারের মতো শিরোপা জয় করবেন। আর যদি মাশরাফি শিরোপা জেতেন, তাহলে পঞ্চমবারের মতো শিরোপা জয় হবে।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা আবারও ফাইনালে উঠেছে। এরআগে তিনবার কুমিল্লা শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছে। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালে তৃতীয় আসরে প্রথমবার, ২০১৯ সালে ষষ্ঠ আসরে দ্বিতীয়বার ও সবশেষ ২০২২ সালের আসরে তৃতীয়বার শিরোপা জিতে কুমিল্লা। সবশেষ ইমরুল কায়েসের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। এরআগে ২০১৯ সালে যখন চ্যাম্পিয়ন হয় কুমিল্লা, তখনও ইমরুলই ছিলেন কুমিল্লার অধিনায়ক। শুধু ২০১৫ সালে প্রথমবার যখন চ্যাম্পিয়ন হয় কুমিল্লা, তখন মাশরাফি ছিলেন অধিনায়ক। এবার মাশরাফির দলের বিপক্ষেই ফাইনালে খেলবে কুমিল্লা।

মাশরাফি এবার সিলেটকে ফাইনালে উঠিয়েছেন। প্রথমবার সিলেট ফাইনালে খেলছে। চ্যাম্পিয়ন হলে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতবে সিলেট। তবে মাশরাফি এরআগে চারবার শিরোপা উচিয়ে ধরেছেন। শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।

অধিনায়ক হিসেবে বিপিএলের প্রথম আসরেই ২০১২ সালে চ্যাম্পিয়ন হন মাশরাফি। তখন ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জেতান। যে দলটি দ্বিতীয় আসরেও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়। এবারও মাশরাফির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পরই ঢাকা গ্ল্যাডিয়েটর্স ম্যাচ গড়াপেটার দায়ে ফ্র্যাঞ্চাইজি হারায়। একবছর বিরতিও পড়ে বিপিএলে। নতুনভাবে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নেয়া হয়।

তৃতীয় আসরেও ২০১৫ সালে মাশরাফিই শিরোপা উচিয়ে ধরেন। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমবারের মতো শিরোপা জেতান মাশরাফি। হ্যাটট্রিক শিরোপা জেতেন মাশরাফি। চতুর্থ আসরে আর শিরোপা জিততে পারেননি মাশরাফি। পঞ্চম আসরে ২০১৭ সালের বিপিএলে আবার মাশরাফি শিরোপা পুনরুদ্ধার করেন। এবার রংপুর রাইডার্সকে শিরোপা জেতান। এরপর তিন আসর গেছে, কিন্তু মাশরাফি ঝুলিতে আর শিরোপা যায়নি। এবার তার সামনে পঞ্চম শিরোপা জেতার সুযোগ ধরা দিয়েছে। মাশরাফি কি পারবেন পঞ্চমবারের মতো শিরোপা উচিয়ে ধরতে?

লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করে মাশরাফির দল সিলেট। ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলে সিলেট। কুমিল্লা সমান পয়েন্ট ও জয় নিয়ে রানরেটে পিছিয়ে থেকে প্লে-অফ খেলা নিশ্চিত করে। লীগ পর্বে সিলেট ও কুমিল্লার দুইবারের লড়াইয়ে একবার সিলেট ও একবার কুমিল্লা জিতে। তবে প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়েই ফাইনালে উঠে সিলেট। দুই দলের মধ্যকার শেষ ৫ বারের লড়াইয়ে ৪ বার জিতে কুমিল্লাই। ফাইনালে এখন কী হবে, সেদিকেই মনোযোগ থাকছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ