Search
Close this search box.

বাংলাদেশ সফরে বিশ্বকাপ প্রস্তুতিতে দৃষ্টি ইংল্যান্ডের

বাংলাদেশ সফরে বিশ্বকাপ প্রস্তুতিতে দৃষ্টি ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার – চলতি বছরই ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ^কাপ। ২০২১ সালের পর উপমহাদেশের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেনি ইংল্যান্ড। আবার বাংলাদেশ সফর দিয়ে উপমহাদেশে খেলতে নামবে। বুধবার প্রথম ওয়ানডে দিয়ে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নামবে। এ সফরে বিশ্বকাপকে ঘিরেই পরিকল্পনা করছে ইংল্যান্ড। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সফরকে নিয়েছে ইংল্যান্ড।

রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি।’

এ সময় বাটলার আরও বলেন, ‘বিশ্বকাপের আগে এ ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এ পরীক্ষা দিতে চাই।’

ঘরের মাঠে দুর্দান্ত বাংলাদেশ। সর্বশেষ ১৩ ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি তামিম ইকবালের দল। এমনকি ঘরের মাঠে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে টাইগার যে অপ্রতিরোধ্য তা ভালোই জানা আছে বাটলারের। তাই সিরিজটি যে চ্যালেঞ্জিং হবে তা মানছেন তিনি, ‘বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে।’

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল তারা। প্রায় সাত বছর পর আবার বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষবার তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। একটি ওয়ানডে ও একটি টেস্ট হেরেছিল।

বাংলাদেশের কন্ডিশনে ব্যাটিং করারও যে কষ্টকর তা উল্লেখ করেন বাটলার, ‘সব উইকেটে তো আর ৪০০ রান করা সম্ভব নয়। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।’

দুই দলের প্রথম ওয়ানডে ১ মার্চ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়ে সিরিজও শুরু হবে। সিরিজের সবকটি ম্যাচ দিবারাত্রিতে হবে। ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে এবং দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো দুপুর আড়াইটায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ