Search
Close this search box.

মুস্তাফিজ অটো চয়েজ নয় – তামিম ইকবাল

মুস্তাফিজ অটো চয়েজ নয় - তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার – মুস্তাফিজুর রহমান দলের অটো চয়েজে আছেন কিনা? প্রশ্নের জবাবে অটো চয়েজ বলে কিছু নেই দাবি করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, তিনি নিজেও অটো চয়েজ নয়। বাংলাদেশ ক্রিকেট দলে কেউই অটো চয়েজ নয়, সবাইকে পারফর্ম করেই দলে থাকা নিশ্চিত করতে হয়।

মুস্তাফিজ আগের রূপে দেখা যায় না, দেখা যায় না সেই আগ্রাসন আর ভীতি সঞ্চার করা বোলিং। তাকে নিয়ে এখন আর আলাদা করে ভাবে না কোনো দল, সাবলীলভাবেই তার বিপক্ষে খেলে যায় এখন সবাই। শুধুই মুখের কথা নয়, পরিসংখ্যানেও তাই বলে। শেষ ১৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা মোটে ১১টি। যেখানে আবার জিম্বাবুয়ের বিপক্ষেই এক ম্যাচেই নিয়েছিলেন ৪ উইকেট, বাকি ১৪ ম্যাচে মাত্র ৭ উইকেট। তার উইকেট যথাক্রমে – ১, ০, ০, ০, ০, ১, ০, ২, ১, ৪, ০, ১, ১, ০, ০। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন মুস্তাফিজ, উইকেট যেমন পাচ্ছেন না, তেমনি পারছেন না রানও আটকাতে।

ভারতের বিপক্ষে সিরিজে মাত্র ২ উইকেট নেয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলে এখনো উইকেটশূন্য। এ কারণেই এখন প্রশ্ন উঠেছে মুস্তাফিজুর রহমান এখনো দলের অটো চয়েজ আছেন কিনা?
প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘অটো চয়েজ বলে কোনো কিছু নাই। আমিও অটো চয়েজ না। এই দলে অটো চয়েজ কেউ না। যদি আমি নিয়মিত পারফরম্যান্স না করি, আমি যদিও দলের অধিনায়ক, আমিও দলে থাকব না। তো অটো চয়েজ বলে কেউ কিছু না।’

অটো চয়েজ স্বীকার না করলেও মুস্তাফিজের ওপর থেকে বিশ্বাস হারাচ্ছেন না তামিম ইকবাল। তার দৃঢ় বিশ্বাস মুস্তাফিজ ফিরে আসবেন, ফিরে আসবেন সেই পুরনো রূপে, পুরনো ঢঙে। তবে তার জন্য যে আরেকটু পরিশ্রম করা জরুরি, তাও বললেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমাদের অনেক বিশ্বাস ওর ওপর। হি ক্যান ডেলিভার। কারণ ও এর আগেও করেছে। ওর খুব ভালো ডিফেন্সিভ স্কিল আছে, তবে উইকেট টেকিং স্কিলটা একটু ইমপ্রুভ করা লাগবে। তবে গ্রাফে উপর-নিচ থাকবে। আমি বিশ্বাস করি ও এখান থেকে বের হয়ে আসবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ এবার লড়বে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য। শনিবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে তামিম ইকবালের দল। তাদের সঙ্গে টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরাও ঢাকা ছেড়ে যান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর ৯ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর আবার ঢাকায় ফিরবে দল। শের-ই-বাংলায় বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ। চট্টগ্রাম পৌঁছে বিশ্রামে কাটাবে দল। তৃতীয় ওয়ানডের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য একদিন সময় পাবেন তামিমরা। রবিবার সকাল থেকে অনুশীলনের কথা রয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা নিজেদের প্রস্তুতের জন্য চারদিন সময় পাবেন। প্রস্তুতিতে যেন কোন ঘাটতি না থাকে এ জন্য ওয়ানডে দলের সঙ্গে টি-টোয়েন্টিতে থাকা সদস্যদেরও নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ