মিথুন আশরাফ – আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে ১৮৩ রানে জিতে তামিমবাহিনী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ২ টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে জিতলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ নিজেদের করে নেবে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নেবে।
প্রথম ওয়ানডেতে আইরিশদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। সাকিব আল হাসান (৯৩) ও তাওহিদ হৃদয়ের (৯২) অসাধারণ ব্যাটিংয়ে ৩৩৮ রান করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডকে ১৫৫ রানে গুটিয়ে দিয়ে নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রানের দিক দিয়ে সবচেয়ে বড় জয়টি পায়।
চতুর্থ উইকেটে সাকিব ও হৃদয়ের ১৩৫ রানের জুটিতে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। এরপর বল হাতে পেসার ইবাদত হোসেন ৪টি ও নাসুম আহমেদ ৩টি উইকেট শিকার করে দলকে জেতান। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে যে ঝলক দেখিয়েছে বাংলাদেশ, তাতে দ্বিতীয় ওয়ানডেতেও আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ারই কথা। ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ায় বাংলাদেশ ক্রিকেটাররাও উড়ছেন। তাতে করে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে আবারও সিরিজ জিতবে, তা সবার মনের ভেতরই গাইছে।
এরআগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ খেলে একবারও হারেনি বাংলাদেশ। ২০১০ সালে সবশেষ দুই দলের মধ্যকার আয়ারল্যান্ডে সিরিজ হয়। ১-১ সিরিজ ড্র হয়। এরআগে ২০০৮ সালের মার্চে যখন বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে আয়ারল্যান্ড, তখন বাংলাদেশ সিরিজ জিতে। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। আবার বাংলাদেশের মাটিতে মার্চেই খেলতে এসেছে আয়ারল্যান্ড। এবারও দলটিকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, সেই আশা করা হচ্ছে। এরআগে আজ জিতলে সিরিজ জয় হয়ে যাবে।