Search
Close this search box.

বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডেও বৃষ্টিতে ভেসে যেতে পারে

বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডেও বৃষ্টিতে ভেসে যেতে পারে

মিথুন আশরাফ – প্রথম ওয়ানডেতে রেকর্ড রান করে ১৮৩ রানের রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সেই রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে রান করে বাংলাদেশ। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থেকেই আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দুই দল। কিন্তু এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা মাথায় নিয়েই মাঠে নামতে হবে। বৃষ্টিতে ম্যাচটিও ভেসে যেতে পারে।

আবহাওয়ার যে পরিস্থিতি তাতে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। গভীর রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার সঙ্গে আজ সিলেটে সকাল ৭ টার দিকে, দুপুর ১২ টা ও ১ টার দিকে এবং সন্ধ্যা ৬ টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে করে তৃতীয় ওয়ানডেও বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসের রেকর্ড ৩৩৮ রান করে আয়ারল্যান্ডকে ১৫৫ রানে অলআউট করে দিয়ে ১৮৩ রানে রেকর্ড জয় পায় বাংলাদেশ। সাকিব আল হাসান ৯৩, তাওহিদ হৃদয় ৯২ রান করেন। দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের অপরাজিত ১০০, নাজমুল হোসেন শান্তর ৭৩, লিটন কুমার দাসের ৭২ রানে প্রথম ওয়ানডের রানের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে ৩৪৯ রান করে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সিরিজ জয় করে নেবে, এমন আশাই থাকে। কিন্তু আয়ারল্যান্ডের ইনিংস শুরুর আগেই যে বৃষ্টি শুরু হয়, তা আর থামেনি। ম্যাচও আর হয়নি। পরিত্যক্ত হয়ে যায়।

দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। যদি আজ ম্যাচ হয়, বাংলাদেশ জিতে, তাহলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেবে। আর যদি ম্যাচ বৃষ্টিতে আবার পরিত্যক্ত হয়, তাহলে সিরিজ ১-০ ব্যবধানেই জিতবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ