মিথুন আশরাফ – বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। দুপুর ২ টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি জিতলেই সিরিজ বাংলাদেশের হয়ে যাবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যেভাবে দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ, তাতে টি-টোয়েন্টি সিরিজও যে জিতবে টাইগাররা, তা সবারই মনে হচ্ছে। বৃষ্টির বাঁধায় প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে জিততে হয়েছে বাংলাদেশকে। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ২০৭ রান করে। রনি তালুকদার ৬৭, লিটন কুমার দাস ৪৭, শামিম হোসেন ৩০ রান করেন। চট্টগ্রামে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করে। যখন বাংলাদেশের ইনিংস শেষ হতে ৪ বল বাকি, তখন বৃষ্টি শুরু হয়। খেলা আবার শুরু হয় যখন আয়ারল্যান্ডের সামনে জিততে ৮ ওভারে ১০৪ রানের টার্গেট দাড় হয়। এই টার্গেট অতিক্রম করতে গিয়ে ৪ ওভারে ৪০ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। তাসকিন আহমেদ তো নিজের প্রথম ওভারেই হ্যাট্রিক সুযোগ সৃষ্টি করে ৩ উইকেট শিকার করে নেন। এরপর আর একটি উইকেট যায়। তবে ৮ ওভারে ৮১ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের যে ৪ উইকেট গেছে, চারটিই পেসাররা নিয়েছেন। ৩টি নিয়েছেন তাসকিন আহমেদ। ১টি নিয়েছেন হাসান মাহমুদ। পেসাররা দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কী জ¦লে উঠবেন?
এরআগে দুই দলের মধ্যকার একবারই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়। ২০১২ সালে আয়ারল্যান্ডে হওয়া সেই তিন ম্যাচের সিরিজে বাংলাদেশই জিতে। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। এবারও বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল। এখন আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।