বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
চিকিৎসকরা বলছেন, বার্ধক্যজনিত নানান অসুখে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ডয়াবেটিসসহ কিডনিজনিত সমস্যা নিয়ে গত পরশু রোববার (২৩ জুন) তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি হন। সোমবার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সন্তান খালেদ মাসুদ পাইলট। সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তিনি মায়ের মৃত্যুর খবরটি স্বজন ও শুভানুধ্যায়ীদের জানান।
তিনি জানান, প্রয়াতের জানাজা মঙ্গলবার বাদ-এশা টিকাপাড়া কবরস্থানে মাঠে অনুষ্ঠিত হবে। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এক সময়ের এ তারকা ক্রিকেটার। এছাড়া তার মার জন্য জান্নাত কামনা করে সকলের নিকট দোয়াও চান।