Search
Close this search box.

দায়িত্ব নেয়ার সময় এখনই : লিটন দাস

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে ইতিহাস গড়ে ফেরা বাংলাদেশ দলের সামনে ভারত সফরের চ্যালেঞ্জ। এর আগে মাত্র একবারই ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। সেটি দুঃস্বপ্নের এক সিরিজ হয়ে আছে। এবার প্রতাশা বেশি থাকলেও তারকা ব্যাটার লিটন দাস জানালেন ‘খুব চ্যালেঞ্জিং’ হবে ভারত সিরিজ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন। জানান ভারত সফর নিয়ে নিজের ভাবনা।

‘দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটি অতীত হয়ে গেছে। তবে এটা ঠিক আমরা আত্মবিশ্বাস পেয়েছি। ভারতের মাটিতে যখন খেলবো অলওয়েজ তারা বেটার সাইড। আমি বলব না যে খুব চ্যালেঞ্জিং হবে আবার খুব সহজ হবে। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল। টেস্ট ক্রিকেটের র‌্যাঙ্ক যদি দেখেন অনেক উপরে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে।’

লিটনের আন্তর্জাতি ক্যারিয়ার দশক ছুঁতে চলেছে। দায়িত্ব নিয়ে ব্যাটিং করার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ক্ল্যাসিক এ ব্যাটার প্রত্যাশার দাবি মেটাতে চান ধারবাহিকভাবে। তবে সব সময়েই যে সফল হতে পারবেন না সেটি মনে করেন না।

‘প্রায় দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি। এটুকু অভিজ্ঞতা তো হয়েছেই। এখনই সময় দায়িত্ব নেওয়ার। এখন যদি দায়িত্ব না নেই আর কবে। দায়িত্ব নেয়ার সময় এসেছে তার মানে এই না যে প্রতি ম্যাচে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ আমার ভুল হতেই পারে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ