Search
Close this search box.

বিপিএলের ড্রাফটের আগেই দল পেয়েছেন যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ড্রাফটের আগে বেশ কিছু ক্রিকেটার সরাসরি চুক্তির মাধ্যমে দল পেয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১১টা থেকে শুরু হবে আসন্ন আসরের ড্রাফটের কার্যক্রম। এবারের আসরে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, যেখানে নতুন দল হিসেবে এসেছে দুর্বার রাজশাহী।

স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে পারিশ্রমিকের ভিত্তিতে দলবদল করা হচ্ছে। সরাসরি চুক্তি ও রিটেনশন লিস্টের মাধ্যমে অনেক দেশি ও বিদেশি খেলোয়াড় ইতিমধ্যেই দল পেয়েছেন।

সরাসরি চুক্তি—দেশি খেলোয়াড়:
মুস্তাফিজুর রহমান (ঢাকা ক্যাপিটালস) – ৬০ লাখ টাকা
তানজিদ হাসান তামিম (ঢাকা ক্যাপিটালস) – ৪০ লাখ টাকা
সাকিব আল হাসান (চট্টগ্রাম কিংস) – ৬০ লাখ টাকা
শরিফুল ইসলাম (চট্টগ্রাম কিংস) – ৬০ লাখ টাকা
তাওহিদ হৃদয় (ফরচুন বরিশাল) – ৬০ লাখ টাকা
মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স) – ৬০ লাখ টাকা
মোহাম্মদ সাইফউদ্দিন (রংপুর রাইডার্স) – ২৫ লাখ টাকা
এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী) – ৪০ লাখ টাকা
জিসান আলম (দুর্বার রাজশাহী) – ২০ লাখ টাকা

রিটেনশন লিস্ট—দেশি খেলোয়াড়:
তামিম ইকবাল (ফরচুন বরিশাল) – ৬০ লাখ টাকা
মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল) – ৬০ লাখ টাকা
জাকের আলী অনিক (সিলেট স্ট্রাইকার্স) – ৪০ লাখ টাকা
তানজিম হাসান সাকিব (সিলেট স্ট্রাইকার্স) – ৪০ লাখ টাকা
জাকির হাসান (সিলেট স্ট্রাইকার্স) – ২৫ লাখ টাকা
নাসুম আহমেদ (খুলনা টাইগার্স) – ২৫ লাখ টাকা
আফিফ হোসেন (খুলনা টাইগার্স) – ৪০ লাখ টাকা
নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স) – ৪০ লাখ টাকা
শেখ মেহেদী (রংপুর রাইডার্স) – ৪০ লাখ টাকা

সরাসরি চুক্তি—বিদেশি খেলোয়াড় (চট্টগ্রাম কিংস):
মঈন আলী (ইংল্যান্ড)
উসমান খান (পাকিস্তান)
হায়দার আলী (পাকিস্তান)
অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা)
মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান)
বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)
বিপিএলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে আসন্ন ড্রাফট। যেখানে দলগুলো নিজেদের শক্তি বাড়ানোর সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ