স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে অভিজ্ঞ দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফী বিন মোর্ত্তজা তাদের পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে গেছেন। মাহমুদউল্লাহ টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালে খেলবেন, যেখানে তিনি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে অংশ নেবেন। বরিশাল তামিম ও মুশফিককে রিটেইন করলেও, ড্রাফট থেকে মাহমুদউল্লাহকে পুনরায় দলে নিয়েছে।
অন্যদিকে, মাশরাফী ‘বি’ ক্যাটাগরি থেকে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন। প্রথম রাউন্ডের ড্রাফটে তাসকিন আহমেদকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী, আর লিটন দাসকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
চলমান বিপিএলের ড্রাফটে যেখানে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে। ১৮৮ জন স্থানীয় এবং ৪৩৪ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বেছে নিচ্ছে।