স্পোর্টস রিপোর্টার
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বর্ষসেরা ক্রিকেটারেরও হয়েছেন মিরাজ।
ব্যাট ও বল হাতে বছর জুড়ে দারুণ পারফরম্যান্স দেখান। তাতেই এ স্বীকৃতি পান মিরাজ। রাজধানীর একটি হোটেলে শুক্রবার জমকালো এক আয়োজনের মাধ্যমে ২০২১ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি।
বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার দৌড়ে মিরাজের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। গত বছর টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন ১৬৮ বলে ১০৩ রানের ইনিংস। সারা বছর লাল বলে তিনি আলো ছড়িয়েছেন বোলিংয়েও।
গত বছর মিরাজ ৭ টেস্টে ১২ ইনিংস বোলিং করে নেন ২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট একবার। ১২ ইনিংসে একটি করে শতক ও অর্ধশতকসহ রান করেন ৩১৯। ১১ ওয়ানডে ম্যাচে উইকেট ১৫টি। ২০২১ সালেই নিজেকে ফিরে পান। দেখান একের পর এক ম্যাচে ঝলক।ন তাতে করে সেরার কৃতিত্বও মিলে মিরাজের।