স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। তবে ব্যাটিং-বোলিং নিয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছে। তাতে সন্তুষ্টও বাংলাদেশ ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল সেঞ্চুরি হাকিয়েছেন। ২৮৭ বলে ২১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৬২ রান করেছেন। নাজমুল হোসেন শান্ত হাফসেঞ্চুরি করেছেন। ৯৯ বলে ৯ চারে ৫৪ রান করেছেন। নুরুল হাসান সোহান ৩৫ রান করেন। তাতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষনা করেছে।
বল হাতে পেসার মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন ৩টি করে উইকেট শিকার করেছেন। তৃতীয়দিন ম্যাচে বোলিং করতে নেমেই ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। প্রথম ওভারেই দুই উইকেট নেন। স্বাগতিক দল ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রান করেছে। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৭ রান করতেই তিনদিন শেষ হয়ে যায়। মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৩২ রান করেছেন। এ ইনিংসেও মুমিনুল হক ৪ রানের বেশি করতে পারেননি।
প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। তিনি বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জানান, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড়শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। আমাদের ব্যাটিং অর্ডারের সবাই ভালো ব্যাটিং করেছে।’
তিনি আরও জানান, ‘বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মুস্তাফিজ যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১০/৭; ইনিংস ঘোষনা; তামিম ১৬২*, শান্ত ৫৪, সোহান ৩৫, মোসাদ্দেক ১৯; লুইস ২/৪৪ ও দ্বিতীয় ইনিংস ৪৭/১; মিরাজ ৩২*, জয় ৯*, মুমিনুল ৪।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ : ৩৫৯/৮; সলোজানো ৯২, ক্যারিয়াহ ৫ প্রেস্টন ৫০* ও দ্বিতীয় দিন শেষে ২০১/৪; চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ক্যারিয়াহ ২১*; এবাদত ৩/৫১, রাজা ১/৪৭।