Search
Close this search box.

দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়ানোর আশা বাংলাদেশের

দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়ানোর আশা বাংলাদেশের

মিথুন আশরাফ ॥ প্রথমবার টেস্টে দাপট দেখিয়ে খেলে কোন দলের বিপক্ষে, কোথায় ড্র করেছিল বাংলাদেশ? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেন্ট লুসিয়ায়। এবার সেই সেন্ট লুসিয়াতেই হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। অ্যান্টিগা থেকে এখন সেন্ট লুসিয়ায় চলেও গেছেন ক্রিকেটাররা। তাহলে কী আবারও ভালো কিছুর আশা করা যেতে পারে? বাংলাদেশ ক্রিকেটাররা অবশ্য প্রথম টেস্টে বাজেভাবে হারের ক্ষত দুর করে দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়াতে চান।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ২০০৪ সালের মে মাসে সেরা প্রাপ্তি যোগ হয়েছিল। এবারও ভালো কিছুর আশাতেই খেলবেন সাকিব, তামিমরা। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানই যেমন বলেছেন, ‘আশা করি, পরের টেস্টে ঘুরে দাঁড়াতে পারব।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক ক্রিকেট ক্যারিয়ারে একটি সেঞ্চুরিই করেছেন। সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেন্ট লুসিয়ায়, ২০০৪ সালে। প্রথম ইনিংসে ৯ নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট করতে নেমে ১১১ রানেই ইনিংস খেলেন। এবার রফিক হতে পারবেন কেউ? হলে তো মেহেদি হাসান মিরাজকেই হতে হবে।

সেই টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল বাংলাদেশ। টেস্টে পাঁ রেখেই প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪০০ রান করার পর দ্বিতীয়বারের মতো ৪০০ রান করে বাংলাদেশ। এই টেস্ট থেকেই আসলে বাংলাদেশের যেন বড় স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। টেস্টটিতে প্রথম ইনিংসে অধিনায়ক হাবিবুল বাশার সুমন ১১৩ রানের ইনিংস উপহার দেন, যা তার টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস হয়ে আছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেঞ্চুরি করা প্রথম অধিনায়কও হন হাবিবুল বাশার। এবার কী সাকিব অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করতে পারবেন?

টেস্টটিতে দ্বিতীয় ইনিংসে খালেদ মাসুদ পাইলট সেঞ্চুরি হাকান। উইকেটরক্ষক-ব্যাটার পাইলট ৮ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন। যা পাইলটের টেস্ট ক্যারিয়ারে প্রথম ও একমাত্র সেঞ্চুরি হয়ে থাকে। শেষে পাইলটের এ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৭১ রান করে ইনিংস ঘোষনার মতো দাপটও দেখায় বাংলাদেশ। অসাধারণ একটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।

এরপর ২০১৪ সালে গিয়ে, ১০ বছর পর আবার এই সেন্ট লুসিয়ায় টেস্ট খেলে বাংলাদেশ। তবে এবার মুশফিকুর রহিমের নেতৃত্বে ২৯৬ রানের বড় ব্যবধানে হারে। এরপর প্রায় ৮ বছর পর আগামী ২৪ জুন একই স্টেডিয়ামে আবারও টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের নেতৃত্বে খেলতে নামবেন তামিম, মুমিনুলরা। প্রথম টেস্টে বাজেভাবে হার হয়েছে বাংলাদেশের। সহজেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার দ্বিতীয় টেস্টে কী ২০০৪ সালের সুখ স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব? কিংবা তারচেয়েও ভালো কিছু করা সম্ভব? তৃতীয়বারের মতো সেন্ট লুসিয়ায় খেলতে নামার আগে ঘুরে দাড়ানোর প্রত্যাশাই আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ