Search
Close this search box.

আমরা শিখতে আসিনি, জিততে এসেছি : টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

আমরা শিখতে আসিনি, জিততে এসেছি : টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

স্পোর্টস রিপোর্টার : আর মাত্র তিন ঘন্টা। এরপরই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। বিকেল ৫ টায় শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা হয়ে যাবে। টি-টোয়েন্টি সিরিজে নেই কোন পান্ডব। তাই তরুণ দল বলা হচ্ছে। তাহলে কী শেখার অবস্থা শুরু হয়ে গেছে? প্রথমবার বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহান বলে দিয়েছেন, ‘আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’

জিম্বাবুয়ে গিয়ে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আজ প্রথম টি-টোয়েন্টির আগে সোহানের  কণ্ঠে আশার বানী শোনা গেছে। তিনি বলেছেন, ‘আমরা জানি সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। তবে সেজন্য আমরা তৈরি। আপনি হয়তো বলতে পারেন এটি তরুণ দল। তবে আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’

নতুন অধিনায়ক বলেছেন, ‘আপনি বলতে পারেন না যে আমরা অনভিজ্ঞ দল। কারণ, অনেক খেলোয়াড়ই ৬-৭ বছর ধরে খেলছে। তাই আমার মনে হয় অভিজ্ঞতা ঠিক আছে। কন্ডিশন হয়তো একটু আলাদা। তবে এটি অজুহাত হতে পারে না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেটা বললাম চ্যালেঞ্জ নেয়ার জন্য সবাই খুব আগ্রহী। আমার কাছে মনে হয় যে ভালো একটা সিরিজ হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পাওয়ার হিটিং সমস্যা থেকেই যাচ্ছে। সোহান এ নিয়ে বলেন, ‘‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেন্সিবল থাকি, তাহলে ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া- নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ