Search
Close this search box.

বিসিবির অবসর প্রস্তাবে রিয়াদের ‘না’

বিসিবির অবসর প্রস্তাবে রিয়াদের ‘না’

স্পোর্টস রিপোর্টার – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে রিয়াদের ভবিষ্যত ধোয়াশায় পড়ে গেল। তবে বোর্ড কর্তারা চাইছেন দলের এই সিনিয়র তারকা যেন মাঠ থেকে অবসর নিতে পারেন। কিন্তু রিয়াদ তাতে সম্মত নন।

রিয়াদের ফর্ম এখন খুবই খারাপ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে রিয়াদ মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২১টি ম্যাচ খেলেছেন। তবে গত ওয়েস্ট ইন্ডিজ সফরেও টি-টোয়েন্টি অধিনায়ক থাকা এই তারকা বিশ্বকাপে বাদ পড়ায় এই সংস্করণে তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল।

এ নিয়ে ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজ জানায়, মাঠ থেকে অবসর নিতে বিসিবি রিয়াদকে প্রস্তাব দিয়েছে। যেখানে দলের আরও দুই সিনিয়র তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টিতে তাদের অবসরের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। তবে বোর্ড চাচ্ছে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে রিয়াদ অবসর নিক। বোর্ডের একটি সূত্র অবশ্য জানিয়েছেন এখনই অবসর নিতে চাচ্ছেন না রিয়াদ, ‘রিয়াদ রাজি হননি এবং তিনি এখনই অবসর নিতে রাজি নন। তিনি আরও দুই বছর খেলে জাতীয় দলে নিজেকে ফেরাতে চান।’

এর আগে রিয়াদের বাদ পড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেখুন, রিয়াদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে। আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে রিয়াদকে বাইরে রাখা হয়েছে।’

রিয়াদের দল থেকে বাদ পড়ার পর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি চটেছেন। ফেসবুকে তার স্ট্যাটাসই ক্ষোভ প্রকাশের বহিঃপ্রকাশ। এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিষ্টি। তিনি লেখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ