মিথুন আশরাফ – ত্রিদেশিয় সিরিজে নাজেহাল হলো বাংলাদেশ। চারটি ম্যাচের একটিও জিততে পারল না। ব্যর্থতায় শেষ হলো ‘বাংলা ওয়াশ’ সিরিজ। ব্যর্থতা সঙ্গী করেই এখন টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১ বল বাকি থাকতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
পাকিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এ দলটির কাছে হার দিয়েই সিরিজ শেষ করেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিজেদের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে লিটন কুমার দাসের ৬৯ ও সাকিব আল হাসানের ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৩ রান করে বাংলাদেশ। নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৭৭ রান করে জিতে পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৬৯, অধিনায়ক বাবর আজম ৫৫ ও মোহাম্মদ নাওয়াজ অপরাজিত ৪৫ রান করেন। বল হাতে হাসান মাহমুদ ২ উইকেট শিকার করেন। এরআগে বাকি তিন ম্যাচের মধ্যে পাকিস্তানের কাছে ২১ রানে, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ও ৪৮ রানে হারে বাংলাদেশ।
এ সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ। তিন দল প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে চায়। নিউজিল্যান্ড ও পাকিস্তানের প্রস্তুতি ভালোভাবেই হচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রস্তুতি নিতে গিয়ে যেন আরও দুর্বল হয়ে পড়ছে। একের পর এক ম্যাচ হারে ক্রিকেটারদের মনোবল দুর্বল হয়ে পড়ছে। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আসল লড়াই শুরু হবে। ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল মিশন শুরু করবে বাংলাদেশ।