গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ইউপি সদস্যের নাম নাসিমা আক্তার। তিনি ২০২২ সাল থেকে সন্তান না নিয়েও মাতৃত্বকালীন সরকারি ভাতা হাতিয়ে নিচ্ছেন।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) একত্র করে মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। অসহায় হতদরিদ্র মায়েদের জন্য এই ভাতা চালু করে সরকার।

কিন্তু, নিজের আর্থসামাজিক অবস্থার সকল তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাড়িয়াবাড়ি গ্রামের নাসিমা আক্তার।

এ ব্যাপারে অভিযুক্ত ভাতাভোগী ইউপি সদস্য নাসিমা আক্তার অভিযোগ স্বীকার করে জানান, `ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে কাজটি করা ঠিক হয়নি। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেটাই মেনে নেবো।’

উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন জানান, মাতৃত্বকালীন ভাতাভোগী ইউপি সদস্যের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ