নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ভোট নিয়ে ভাবাচ্ছে না ইসিকে।
বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে তা শুনবে কমিশন।
জাহাংগীর বলেন, ১৯ নভেম্বর কমনওয়েলথ পাক নির্বাচনী দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। পাশাপাশি মার্কিন নির্বাচন পর্যবেক্ষক ভোটের সময় পর্যবেক্ষণ করতে আসবে।
তিনি বলেন, মনোনয়পত্রসহ নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে জেলায় নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ব্যাপারে সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাসময়ে পরিপত্র জারি করে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।