তৈরি পোশাক শ্রমিক এবং কর্মচারীদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে পূর্ব ঘোষিত মজুরির কোনো পরিবর্তন আনা হয়নি। ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকাই নির্ধারিত রয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) পোশাক শ্রমিক ও কর্মচারীদের চারটি গ্রেডে মজুরি নির্ধারণ করে এই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।
এর আগে, গত ২৬ নভেম্বর পোশাক খাতে ন্যূনতম মাসিক মজুরির চূড়ান্ত ঘোষণা কে মজুরি বোর্ড। তাতে পোশাক শিল্পের প্রবেশ স্তরের (গ্রেড-৪) শ্রমিক-কর্মচারীদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার সুপারিশ বহাল রাখা হয়। এই গ্রেডের অন্যান্য সুবিধার ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হয়নি।
গত ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরির নতুন কাঠামো কার্যকর হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন কাঠামোর মজুরি হাতে পাবেন শ্রমিক-কর্মচারীরা। প্রতি মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধ করা হয়ে থাকে পোশাক খাতে।