Search
Close this search box.

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

সোমবার (৭ অক্টোবর) সকাল ৮টায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এদিন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাঁধা দেয়। পরে তারা কারখানার ভেতরে অবস্থান নেয়।

শ্রমিকরা জানান, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পাওনা থাকলেও পরিশোধ করেনি নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে চার বার বেতন দেয়ার তারিখ দেয় মালিকপক্ষ। তবে আজ পর্যন্ত বেতন না পাওয়ায় আন্দোলনের নামেন তারা।

শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী- শ্রমিক আন্দোলনের মুখে আজও গাজীপুরে ৮ থেকে ১০টি শিল্প কারখানা বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ