Search
Close this search box.

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পথে প্রান্তরে ডেস্ক: হিলি বন্দরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি বাড়ায় এ অবস্থার তৈরি হচ্ছে। দুই দিন আগেও বন্দর এলাকায় প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হলেও এখন ভারতীয় জাত ৫ থেকে ৭ টাকা কমে ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালান। নিয়মিত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান পরিস্থিতিতে পাইকারদের আনাগোনা বেশ কম। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে ভারতের ৪০শতাংশ এবং বাংলাদেশের ১০ শতাংশ শুল্কের কারণে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে না।

এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়েছে তিন হাজার ৮০০ টন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ