পথে প্রান্তরে ডেস্ক: সামাজিক যোগাযোগের জন্য বিশ্বজুড়ে বহুল পরিচিত মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। যেখানে স্ট্যাটাসে কিংবা পোস্টের মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করে থাকে। পাশাপাশি বিভিন্ন ব্যবহারকারীদের মিউজিক ভিডিওসহ বিভিন্ন ধরণের ছবির ভিডিও পোস্ট করে থাকে। তবে ফেসবুক স্ক্রল করলেই সব ভিডিও নিজে থেকেই চলতে শুরু করে। যা অনেক ব্যবহারকারীদের জন্য বিরক্তের কারণ হয়ে থাকে। তাই অটোপ্লে ফিচার বন্ধ করা জরুরি।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট লাইফওয়্যার এর প্রতিবেদন থেকে জানা গেছে, ফেসবুক কোনো ভিডিও অটোপ্লে হলে এর জন্য ডাটা খরচ হয় বেশি। এছাড়া বিভিন্ন ধরণের ভিডিও অটোপ্লে হয়ে যাওয়ায় আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় অনেকে। তাই অটোপ্লে ফিচার বন্ধ করে রাখা ভালো।
ব্রাউজার থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়
– ব্রাউজারে ফেসবুক ডট কম ওয়েবসাইট ওপেন করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।
– হোম পেজের ডান দিকে ওপরে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন।
– এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশন বেছে নিন। সিলেক্ট করুন Settings।
– এরপর বাঁ দিকে মেনু থেকে ভিডিও (Videos) অপশন সিলেক্ট করে নিন। সেখানে ভিডিও অটোপ্লে (Video Autoplay) অপশন বন্ধ করে দিন।
আইওএস অ্যাপ থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়
– ফেসবুক অ্যাপ ওপেন করুন।
– স্ক্রিনের নীচে মেনু বাটন সিলেক্ট করুন।
– সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশন বেছে নিন। সেটিংস (Settings) সিলেক্ট করুন।
– এবার মিডিয়া অ্যান্ড কনটক্টস (Media snd Contacts) অপশন দেখতে পাবেন।
– ভিডিও অ্যান্ড ফটোজ (Videos and Photos) অপশন বেছে নিন। আর অটোপ্লে (Autoplay) অপশন বন্ধ করে দিন।
অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে যেভাবে অটো প্লে বন্ধ করবেন
– ফেসবুক অ্যাপ ওপেন করে স্ক্রিনের ডান দিকে ওপরে মেনু বাটন সিলেক্ট করুন।
– এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশন বেছে নিন। সিলেক্ট করুন সেটিংস (Settings)।
– স্ক্রোল ডাউন করার পর মিডিয়া অ্যান্ড কনটক্টস (Media and Contacts) অপশন দেখতে পাবেন।
– অপশন সিলেক্ট করার পরে অটোপ্লে অপশন সিলেক্ট করে নেভার (Never) অপশন বেছে নিন।