৭ দিনের মধ্যে শুরু হবে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার

৭ দিনের মধ্যে শুরু হবেআছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার

আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘খুব দ্রুততম সময়ের মধ্যেই এই মামলার বিচার সম্পন্ন হবে এবং অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামী সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু করা যাবে। অতীতেও ধর্ষণ মামলার বিচার ৭-৮ দিনের মধ্যে সম্পন্ন করার নজির রয়েছে।’

তিনি জানান, ‘বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টেম সম্পন্ন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পাঁচ দিনের মধ্যে পাওয়া যাবে। ইতোমধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া মারা যায়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শিশু আছিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ