Search
Close this search box.

ভারতের পানিতে বাংলাদেশে বন্যার শঙ্কা: মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পানিতে বাংলাদেশে আবারো বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পাঁচ লাখ কিউসেক পানি নেপাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সেই পানি ভারত হয়ে বাংলাদেশে ঢুকে বড় রকমের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন ।

রোববার (২৯ সেপ্টেম্বর) মমতা ব্যানার্জি জানান, শনিবার রাতে বিষয়টি জানতে পেরে তিনি ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদে সরে যেতে বলেছেন।

বন্যার ব্যাপকতা বাড়ার কারণ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ফারাক্কা ব্যারেজ ও গঙ্গার ১২০ কিলোমিটারের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় সরকারের হাতে। গত ২০ বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার গঙ্গা নদীতে কোনো ড্রেজিং করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ