বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাগুরার শিশু আছিয়া হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন, এবং আমরা চাই ৯০ দিনের মধ্যেই এ রায়ের কার্যকর হোক।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সেখানে আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
তিনি বলেন, “অনেকে এক সপ্তাহের মধ্যে বিচার চাইলেও দেশের আইনে সেটি সম্ভব নয়। তাই আমরা ৯০ দিনের সময় বেঁধে দিয়েছি। তবে ৯১ দিন পার হতে দেখতে চাই না।”
ড. শফিকুর আরও বলেন, “আমাদের সমাজে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল ও শর্ট ফিল্মের মাধ্যমে আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধনকে ধ্বংস করা হচ্ছে। যে শিশুটির নির্মম পরিণতি আমাদের সবাইকে কাঁদিয়েছে, তার আপনজনেরাই তাকে সর্বনাশ করেছে। এই নোংরা সংস্কৃতি—যা অভ্যন্তরীণ, আঞ্চলিক বা আন্তর্জাতিক—তা অবশ্যই বন্ধ করতে হবে।”
এর আগে, সকাল ১০টার দিকে জামায়াত আমির সোনাইকুণ্ডি গ্রামে গিয়ে নিহত শিশুটির কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সমাজে যত ভয়ংকর অপরাধ হচ্ছে, আপনাদের উচিত তা সঠিকভাবে তুলে ধরা। সত্যকে সত্য, সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করুন। অপরাধীদের মুখোশ উন্মোচন করুন, যাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এবং সমাজ তাদের ঘৃণা ও বয়কট করে।”
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ‘মব জাস্টিস’ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কিছু ঘটনা জনগণের আবেগ ও মতামতকে প্রভাবিত করে। তবে আমরা সবাইকে ধৈর্য ধরতে বলছি। বিচারবহির্ভূত কোনো কিছু আমরা চাই না। মব জাস্টিস যুগ যুগ ধরে চলে আসছে, তবে আমরা তা সমর্থন করি না।”
দোয়া অনুষ্ঠান শেষে জামায়াত আমির শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে নিহত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আশ্বাস দেন, পরিবারটি যেন স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, সে জন্য যেকোনো সহায়তা জামায়াত প্রদান করবে।
জামায়াত আমিরের সঙ্গে সফরসঙ্গী ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।