বিভিন্ন বামপন্থী ছাত্র, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠন পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে। তবে সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ করেছেন, যেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহিদ শাহরিয়ার রেজা আনুষ্ঠানিকভাবে গণমিছিল স্থগিতের ঘোষণা দেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এই সমাবেশ দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়। সমাবেশে বক্তারা হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার দাবি করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আহ্বান জানান।
এর আগে, পরিকল্পনা ছিল শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে টিএসসিতে শেষ হবে। তবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের আশঙ্কায় এ কর্মসূচি স্থগিত করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক সংসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ও পাহাড়ি ছাত্র পরিষদ এই কর্মসূচির আয়োজক ছিল।
সমাবেশে মাহিদ শাহরিয়ার রেজা বলেন, “উগ্রবাদী গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে, আর সরকার এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। কিন্তু আমরা তা হতে দেব না।”
সমাবেশে বক্তারা সাত দফা দাবি উত্থাপন করেন:
১. হত্যা, ধর্ষণ ও নিপীড়নের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
2. ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করা।
3. জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা।
4. মসজিদ, মন্দির ও মাজারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
5. আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও শ্রমিক হত্যার বিচার করা।
6. সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়া-সহ অন্যান্য হত্যার বিচার নিশ্চিত করা।
7. সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর হামলা ও লুটপাটের বিচার করা।
সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ই, জাসদ ছাত্রলীগের সভাপতি গৌতম শীল ও যুব ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম।
এর আগে, জাতীয় জাদুঘরের সামনে “প্রতিবাদী জুলাই জমায়েত” কর্মসূচি শুরু হয়। সেখানে বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন। পরবর্তীতে তাঁরা শহীদ মিনারের দিকে মিছিল বের করলে, রাজু ভাস্কর্যের কাছে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের অনুরোধে তাঁরা মিছিলটি নিয়ে ফিরে গিয়ে কর্মসূচি স্থগিত করেন।