রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধর করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ খবর জানার পর স্থানীয়রা তাকে ধরে মারধর করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।
খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, পুলিশের গাড়ি যখন খিলক্ষেত বাজার এলাকায় পৌঁছায়, তখন কয়েকশ’ লোক অতর্কিতে হামলা চালায়। এতে থানার ওসি (তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন। এ ছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং অভিযুক্ত তরুণও আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, গুরুতর আহত অভিযুক্তকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দাঙ্গার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।