বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে ট্রেনের টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া, প্রথম ৩০ মিনিটেই ৩৩ হাজার বিক্রি

টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ (১৯ মার্চ) বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে এক কোটি ২৩ লাখ হিট রেকর্ড করা হয়েছে। এ সময় সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার টিকিট।

সকালে রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলে প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৪,৪০৫টি এবং সারা দেশে মোট ১৮,৫৪৬টি টিকিট বিক্রি হয়।

ঢাকা থেকে ২৯ মার্চের জন্য মোট আসন সংখ্যা ৩৩,১৯৯টি, আর সারা দেশে ট্রেনের আসন সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৬৩০টি। ঈদযাত্রার চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ