কমলাপুর রেলস্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, যার ফলে আপ ও ডাউন উভয় লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে আপ লাইনে ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি জানান, সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় ডাউন লাইনে পেছনের দুটি ক্যারেজ লাইনচ্যুত হয়। এই ঘটনার পর স্টেশনের সব ট্রেনের গতি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে অল্প সময়ের মধ্যেই সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেনের সময়সূচিতে বিলম্ব হতে পারে। বর্তমানে লাইন পরিষ্কারের কাজ চলছে।