জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে খোলা চুলে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন।
ছবির ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।”
নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ফারিণকে। একজন লিখেছেন, “অসাধারণ লাগছে, অনেক ভালোবাসা রইলো।” আরেকজন লিখেছেন, “মিষ্টি হাসি, মাশাআল্লাহ আপু।”
ফারিণের ক্যারিয়ার:
২০১৭ সালে “আমরা আবার ফিরবো কবে” নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ২০১৮ সালে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বিকাশের বিজ্ঞাপনে কাজ করেন। তবে “এক্স বয়ফ্রেন্ড” নাটক দিয়েই তিনি ব্যাপক পরিচিতি পান।
অভিনয়ের পাশাপাশি ফারিণ সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয়, যেখানে তার পোস্টগুলো নিয়ে ভক্তরা দারুণ উচ্ছ্বাস দেখান।