Search
Close this search box.

তানজীনা ফেরদৌস’র দুটি কবিতা

সম্ভাবনা

কেমন একলা দুপুর
হুহু বুকে মধ্য পুকুর
লাগে যেন শঙ্কা।

কেমন একলা বিকেল
মায়ের রুদ্ধ হেঁসেল
মায়া গুলো উড়ে দমকা।

কেমন একলা সাঝেঁর বেলা
পেছনে ফিরে মিলিয়ে নেওয়া
দিন যাপনের গল্প।

কেমন একলা রাতে
আহ্বান থাকে প্রভাতের
প্রভাত পাবো?
জীবনটা যে স্বল্প।

কেমন একলা ভোরে
সম্ভাবনার হাতটি ধরে
মৃত দেহ মন ও স্বপ্ন দেখে।

কেমন যেন হয় শুরু
আবার যেন সবুজের আহ্বানে মরু।
এভাবেই মৃত তরু ও সম্ভাবনায় বাঁচে।

 

 

ঊনকোটি নালিশ

ডায়েরি টা দেখানো হলো না আর
কত অভিমান আর অনুরাগ শেষে
এখন শুধু নালিশ লিখি—-
তোমার তরে আমার ঊনকোটি নালিশ।
প্রেম ঘৃনা দু’পক্ষ বসিয়েছে সালিশ।
যেখানে ভগ্নহৃদয়ে হাসি হারিয়েছি,
দুঃখ ভুলে সেখানেই হাসি কুড়িয়েছি।
আমি সেখানেই দুঃখে ডুবে সুখ খুঁজেছি,
সুখ দুঃখ সবই পেয়ে জীবন চিনেছি।
ডায়েরি টা দেখানো হলো না আর!
কত অভিমান আর অনুরাগ শেষে
এখন শুধু নালিশ লিখি—-
তোমার তরে আমার ঊনকোটি নালিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ