Search
Close this search box.

সন্তোষ ঢালী’র কবিতা ‘আকাশের ঘুম নেই’

আকাশের ঘুম নেই।।
সন্তোষ ঢালী।।

আকাশের চোখে ঘুম নেই-
রাত গভীর… মহাকাশে মহাকালের নগ্ননৃত্য… অন্ধকারে…
চোখে আগুন জ্বেলে স্বপ্ন পাহারা দেয় আকাশ
স্বপ্নরা চলে গেছে নক্ষত্রজ্বলা পথে… রক্তগঙ্গা সাঁতরে… সহস্র আলোকবর্ষ দূর
অন্য কোনো ছায়াপথে… পৃথিবীর মৃত্যু হয়েছে… কক্ষচ্যুত বিবেক;

ইকারুশের ডানায় ঝলসে ওঠে স্বপ্ন… বাতাস নির্বাসনে…
এখানে ঘুমের ভেতর স্বপ্ন পোড়ার ঘ্রাণ… স্বপ্নরা পলায়নরত অনন্ত আকাশে-
মাটির গান দাউদাউ… মায়ের চিতায় সন্তানের উল্লাস… সময়ের দাবি… ?
ধোঁয়া হয়ে উড়ে যায় সম্ভ্রম… ঘাসফড়িঙের সবুজ;
ঐতিহ্যের কাফন গায়ে অনন্ত শয্যায় শুয়ে থাকে সভ্যতা-
দ্রাবিড় রক্তে এখন বখতিয়ারের ঘোড়া… উড়ালপঙ্খী উল্লাস…
আকাশের ঘুম নেই, আকাশেরও মৃত্যু হয় চোখ বুঁজলেই-

মহাকালের সংকেত আরেকটা উল্কাবৃষ্টি, তারপরেই তুষারঝড়… বরফযুগ
নিজের মৃত্যুবাণ নিজেরই বুকপকেটে, জানে না মানুষ-
জীবন- মৃত্যুরই ডুগডুগি বাজায় মগ্ন চৈতন্যে নিজেরই উঠোনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ