Search
Close this search box.

তাজিয়া ‘র কবিতা ‘শরৎবেলা’

শরৎ বেলা

তাজিয়া

বর্ষা গিয়ে শরৎ এলো
খুশির দোলা দিয়ে,
তুলোর রঙে মেঘের ভেলা
করছে যে আজ কতো খেলা!

নানা রঙের ফুলের ডালা
সাজবে যে আজ শরৎ বেলা,
নদীর ধারে কাশ ফুলের মেলা!

সবুজ ধানের শিশির দোলা,
কৃষকের চোখে কতো স্বপ্ন খেলা
সোনালী ধানে ভরবে খেত,
ঘরে থাকবে আনন্দের রেশ!

সাদা নুপুর পরে পায়ে,
প্রকৃতি নিজেই মুগ্ধ নয়নে চায়!
নানা ফুলে সেজে,
আপন মনে নেচে যায়
খুশির ডানা দিয়েছে মেলে
নীল আকাশে উড়বে আজ,
মন প্রাণ উজাড় করে!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ