শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পরকীয়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে বড় ভাই হত্যাকারী ছোট ভাই হারুন ও পরকীয়া প্রেমিকা ভাবী হাসিনা বেগম।দেবর ও ভাবী পরষ্পরের যোগসাজসে প্রকাশ্যে দিবালোকে ধারালো ছেন দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

শুক্রবার ৮ নভেম্বর বেলা ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া (নামাপাড়া) গ্রামে ভিকটিমের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। হত্যার শিকার মো.হাসান মিয়াার আরেক আপন ভাই মোঃ মাইনুদ্দিন (৫৫) বাদী হয়ে সিরাজদিখান থানার এজাহার দায়ের করেন সিরাজদিখান থানার মামলা নং-০৫, তাং-০৮/১১/২০২৪ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান এট নির্দেশক্রমে এসআই আতোয়ার রহমান, এসআই ইকবাল হোসেন, এসআই মতিউর রহমান, এসআই সাইউল ইসলাম, এএসআই তাপস দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো.হাসান মিয়াা প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন।এই সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন।পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়ীতে একটি শার্লিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই হারুন ও ভাবী
হাসিনা বেগম পরষ্পরের যোগসাজসে প্রকাশ্যে দিবালোকে ধারালো ছেন দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,এঘটনায় ভিকটিমের আপন ভাই মোঃ মাইনুদ্দিন (৫৫) বাদী হয়ে সিরাজদিখান থানার এজাহার দায়ের করেন।আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই হারুন ও ভাবী হাসিনা বেগমকে গ্রেফতার করি।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ