Search
Close this search box.

নৈরাজ্য সৃষ্টির সকল অপতৎপরতা রুখে দিবে যুব সমাজ: শাহাদাতুল্লাহ টুটুল

চট্টগ্রাম প্রতিনিধি: বিপ্লব পরবর্তী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির সকল অপতৎপরতা যুব সমাজ রুখে দিবে বলে মন্তব্য করেছেন এবি যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল।

শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর যুব পার্টি আয়োজিত ‘ছাত্র-যুব-জনতার বিপ্লব: আকাঙ্খা ও চ্যালেঞ্জ শীর্ষক’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর এবি যুব পার্টির সহ সমন্বয়ক জাবেদ ইকবালে সঞ্চালনা ও সমন্বয়ক আবদুর রহমান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব এ্যডভোকেট সৈয়দ আবুল কাসেম।

প্রধান অতিথি শাহাদাতুল্লাহ টুটুল বলেন: চবিশের ছাত্র-যুব-জনতার বিপ্লবে প্রধানতম আকাঙ্খা হল স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের। আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছর জনগনের বাক স্বাধীনতার খর্ব করেছে। সাড়ে ৪ কোটি যুবককে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে দেয় নাই। গুম-খুন আর গ্রেফতার- রিমান্ডে নির্মম নির্যাতন করে দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরী করে।

তিনি বলেন, দেশ বাঁচাতে আবু সাঈদের মত লাখো কিশোর- যুবক মৃত্যু ভয় উপেক্ষা করে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু আজ আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। তিনি দেশের এই ক্রান্তিকালে যুব বীর চট্টলার যুবকদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সজাগ থাকার আহবান জানান।


এ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম বলেন: জুলাই আগষ্টের বিপ্লবে অন্যতম আকাঙ্খা জনগনের নিরাপত্তার, যা বিগত সময়ে জনগনের ছিলনা। তিনি বলেন এবি পার্টির জনগনের নাগরিক অধিকার ও নিরাপত্তার জন্য রাজনীতি করে।

 

 

সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, যুবনেতা সবুজ কর্মকার, জুনায়েদ, নাছির উদ্দীন, রাবিয়া খাতুন উমাংশিং মারমা, মুস্তাফিজ উদ্দীন, লিটন দাশ, শেফায়তুল্লাহ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ