Search
Close this search box.

সখীপুরে পাকা সড়কে কাঠের সাঁকো

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে একটি পাকা সড়কের মাঝখানে কাঠের সাঁকোর দেখা মিলেছে। মূল সড়কের অর্ধেক প্রস্থের ওই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়েই ছোট ছোট যানবাহন পারাপার হচ্ছে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আটিয়া বাজার-বাটাজোর সড়কের ভাঙার মোড় এলাকায় দেখা মিলেছে এমন দুর্ভোগ চিত্র।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের জুন মাসের দিকে ব্যস্ততম এই সড়কের ইউকালভার্টি ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের সহযোগিতায় কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয়। ওই সাঁকো দিয়ে মোটরসাইকেল, অটোভ্যান, ইজিবাইক চলাচল করতে পারলেও বন্ধ রয়েছে ভারি যান চলাচল। ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেয়নি।

ওই গ্রামের আরফান আলী খান বলেন, আমাদের গ্রামের প্রধান সড়ক হওয়ায় বাটাজোর, কালমেঘা, ফুলবাড়িয়া, মাওনা, জৈইনাসহ আসেপাশের আরও অনেক গ্রামের মানুষ এই রাস্তায় চলাচল করে। কালভার্টটি ভেঙে যাওয়ায় আশেপাশের গ্রামের মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানাই।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক যানবাহন চলাচল করে। আশেপাশের গ্রামের কোন রোগী যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন পরে, তাহলে অনেক দূরের রাস্তা ঘুরে হাসপাতালে যাওয়া লাগে। এই কালভার্টটি যদি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ লাগব হবে। ইতোমধ্যে বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, উক্ত কালভার্টটির তথ্য অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলাম। কিন্তু অনুমোদন হয়নি। আবারও তথ্য পাঠাবো, অনুমোদন পেলে টেন্ডার হবে। টেন্ডার হয়ে গেলেই কাজটা শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ