আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পশ্চিম কাকালদি এলাকায় মধ্যপাড়া ১ ও ২ নং ওয়ার্ড শাখা যুবদলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব শাহাদাৎ শিকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন।
বক্তব্যরা যুবদলকে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি জনমানুষের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্বারোপ করেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এম ইকবাল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো. রাসেল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা
যুবদলের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান রনি, যুবদল নেতা জিয়াউর রহমান সুমন, ইউনিয়ন যুবদল নেতা নাদিম আল রাজি, মো. আব্দুল্লাহ, অহিদুল ইসলাম জয়, এনামুল হক তুহিন, পারভেজ মাহমুদ, মো. সাগর, মো. মিলন, মো. জাহাঙ্গীর আলম, মনির হোসেন, মোফাজ্জল হোসেন পিন্টু, মো. আবু সাঈদ, মধ্যপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ মোল্লা, হানিফ দেওয়ান, শ্রমিক দল নেতা সেলিম দেওয়ান, শাহাবুদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা বিপ্লব কাল, মোস্তাক আহমেদ, ইমন তালুকদার প্রমুখ।