গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: ”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী একত্রিশ বছর ধরে এই সামাজিক সংগঠন সড়ক দূর্ঘটনা রোধ, দূর্ঘটনার হার কমিয়ে আনতে সচেতনতা সৃষ্টিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আজ রবিবার (১লা ডিসেম্বর) সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা দেশের একটি বড় সমস্যা। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, নিরাপদ সড়ক চাই এর সহ সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল আলীম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাশরেকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সহ রেড ক্রিসেন্ট, স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের সুপারিশসমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।