শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিনব পদ্ধতির চার মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি:  অভিনব পদ্ধতিতে গাঁজা বহনকারী ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

সোমবার (২ ডিসেম্বর) জয়পুরহাট জেলার গোপীনাথপুর এলাকায় সফল অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতিতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা ১৯.৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব জানায়, মাদক চক্রের মূলহোতা সোহেল রানা (৩৫) এবং তার তিন সহযোগী—রুবেল মিয়া (৩৫), সৈয়দ মেহেদী হাসান (৩৯), এবং আকরামুল হককে আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালী জেলায়। সোহেল একাধিক মাদক এবং হত্যার মামলার আসামি, এবং রুবেল পূর্বেও মাদক মামলায় অভিযুক্ত।

আসামিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাইক্রোবাসে লুকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গাঁজা সরবরাহের কাজ চালিয়ে আসছিল।

র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিট এবং র‍্যাব-৫, সিপিসি-৩ এর যৌথ উদ্যোগে কয়েকদিন ধরে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ২ ডিসেম্বর বিকেল ২টায় গোপীনাথপুর এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা ১৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী জয়পুরহাটের আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ