ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান নেই এবং ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত ‘কোর কমিটি’র সভাও অনুষ্ঠিত হয়। মূলত এসব বৈঠকের সিদ্ধান্ত জানাতেই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন। তিনি জানান, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে। একইভাবে, দেশের যেকোনো স্থানে ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, “ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছি যে, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অতীতে নারীর প্রতি সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। নারীরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে চলাফেরা ও কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহ্‌রীরের মিছিলের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা বরদাশত করা হবে না
চট্টগ্রামের পতেঙ্গায় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেকোনো ধরনের হামলা কঠোরভাবে দমন করা হবে। কারও বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।”

এছাড়া, পবিত্র রমজানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ