যানজট এড়াতে পদ্মা সেতুর গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ

যানজট এড়াতে পদ্মা সেতুর গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ

পদ্মা সেতুতে গাড়ির চলাচলের গতির সীমা ৮০ কিলোমিটার ঘণ্টা করা হয়েছে, এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশনা দেন, যাতে ঈদুল ফিতরের সময় ঘরমুখো যাত্রীদের যাতায়াত নিরাপদ এবং দ্রুত করা যায়।

পূর্বে পদ্মা সেতুতে গাড়ির চলাচলের গতির সীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছিল, তবে বর্তমানে সেতু দিয়ে গাড়ির দ্রুত চলাচলের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে। এ কারণে গতিসীমা ৮০ কিলোমিটার করা হয়েছে, যাতে যানবাহন দ্রুত পারাপার হতে পারে এবং যানজট এড়ানো যায়।

ফাওজুল কবির খান বলেন, নতুন গতিসীমা নির্ধারণের ফলে গাড়ি আটকে থাকবে না এবং দ্রুত চলাচল করতে পারবে। এছাড়াও, ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ