মাগুরার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, দোষীদের শাস্তির নির্দেশ

মাগুরার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, দোষীদের শাস্তির নির্দেশ

মাগুরার সেই শিশুটিকে দেখতে আজ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিশুটিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া, এ পর্যন্ত সংঘটিত নারী নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে, ঘটনার দিন (৬ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গতকাল শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা হয়েছে এবং অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। নারীরা যেন নিরাপদে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা হবে। কেউ এতে বাধা দিলে, বা সহিংসতায় জড়ালে, তাদের আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা সমাজের সবাইকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান এবং পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ