শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সংঘর্ষের সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে সকালে একটি তুচ্ছ ঘটনা থেকে দুই পক্ষ ফের মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরের দিকে বালতির মধ্যে থাকা হাতবোমা ছোড়ে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। এ ঘটনার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে উভয় পক্ষের লোকজন দাঁড়িয়ে আছে এবং বালতি থেকে হাতবোমা ছুড়ছে।
সংঘর্ষের সময় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাজিরা থানার ওসি দুলাল আখন্দ জানান, “আধিপত্যের জেরে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে উভয় পক্ষের নেতৃত্বে থাকা কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।