Search
Close this search box.

৩ দিন পর শুরু মেট্রোরেল চলাচল

টানা তিন দিন মেট্রোরেল বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আগের সময় সূচি অনুযায়ী সোমবার (১৬ অক্টোবর) থেকে মেট্রোরেল চলাচল শুরু করেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, উত্তরা ও আগারগাঁও অংশ এক করে পুরো মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে। উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন সময় দরকার ছিল। এরপর আগের ঘোষণা অনুযায়ী ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোট্রেন নিয়মিত চলাচল করছে।

শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ