Search
Close this search box.

ফেনীর রামপুর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার- ফেনী জেলার মডেল থানার মধ্যম রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ (ফেনী ক্যাম্প) এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব সদস্যরা।

এসব তথ্য “পথে প্রান্তরে” কে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

তিনি জানান, র‍্যাব-৭ (ফেনী ক্যাম্প) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। 

তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানার আওতাধীন ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের মধ্যম রামপুর অটো ডায়াগনোসিস এন্ড গাড়ি ওয়াশ সেন্টারের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব দস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোম্পানী অধিনায়ক বলেন, র‍্যাব সদস্যরা উক্ত গাড়িটিকে ধাওয়া করে গাড়ীসহ ফারুক হোসেন (১৮) ও মোঃ মাছুম (২০) দের আটক করে। পরবর্তীতে আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে গাড়ীর ব্যাকডালার ভিতর থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক পরিহনের দ্বায়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পরিবহনে ব্যবহৃত গাড়ীটি কাগজপত্র বিহীন জব্দ করে র‌্যাব সদস্যরা।

সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতারা পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে, দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাড়িতে বহন করে ফেনী, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ