ফেসবুকে প্রেম! অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারন করে ব্ল্যাকমেইলের ফাঁদ

স্টাফ রিপোর্টার- ফেইসবুকের মাধ্যমে প্রেমর সর্ম্পক তৈরি অতঃপর অন্তরঙ্গ মুর্হূতের নগ্ন স্থির ছবি ও ভিডিও কলের স্কিন ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির মাধ্যমে অর্থ আদায়ের অপরাধে ১ জন আটক করেছে ডিএমপি (ডিবির) সাইবার এন্ড শ্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃত আসামী- মোঃ আজিম (২৭)। ডিবির সাইবার এন্ড শ্পেশাল ক্রাইম বিভাগ থেকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করা হয়েছ।

এক বিবৃতিতে জানানো হয়, গ্রেফতারকৃত আজিমের সাথে ২০২০ সালের মার্চ মাসে ফেসবুকের মাধ্যমে পদ্ম’র (ছদ্মনাম) সাথে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় । সম্পর্ক চলাকালীন সময় ফেইসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন সময় অন্তরঙ্গ নগ্ন ভিডিও কল করে। আজিম সুকৌশলে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সেই ভিডিও কলের স্থিরচিত্র ও ভিডিও রেকর্ড ধারণ করে রাখে।

অতঃপর সেই সকল নগ্ন স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পদ্ম’কে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। সেই মেয়েটি নিরুপায় হয়ে আজিমের কথামতো শারীরিক সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক চলাকালীন সময় আজিম সুকৌশলে তার মোবাইলে সেই ভিডিও ধারণ করে। অতঃপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মেয়েটির কাছে বিভিন্ন সময় টাকা আত্মসাৎ করতে থাকে। এক সময় মেয়েটির টাকা প্রদানে অসম্মতি জানালে আজিম তার ধারণকৃত নগ্ন স্থির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবের ছড়িয়ে দেয়।

মেয়েটির পরিবার নিরুপায় হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে ডিবির সাইবার এন্ড শ্পেশাল ক্রাইম বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। ঘটনার আলামত হিসেবে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ